বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক বিমান বিধ্বস্তে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
ছবি-সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এতো সংখ্যক সম্ভাবনাময় প্রাণ হারানো জাতির জন্য গভীর বেদনার। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বিমান বাহিনীর সদস্যের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।



