Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপের’ চারজনকে গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপের’ চারজনকে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। শনিবার (১৯ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) এবং মো. রোমান (২০)। অভিযানে তাদের কাছ থেকে একটি সামুরাই ধরনের ধারালো অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে, যারা ছিনতাইয়ের পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। তারা দিনে বা রাতে সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন