Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে সন্ত্রাসী গ্রুপপ্রধান আয়েশা সহযোগীসহ গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম

রাজধানীতে সন্ত্রাসী গ্রুপপ্রধান আয়েশা সহযোগীসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীআয়েশা গ্রুপ’প্রধান মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫) ও তার সহযোগী ইউসুফকে (৪০) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

জানা গেছে, গতকাল রবিবার (১৩ জুলাই)মোহম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ’-এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক কারবারি মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ৬টি সামুরাই উদ্ধার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সে ও তার সহযোগীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাইবাছাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন