Logo
Logo
×

রাজধানী

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা

ছবি - সংগৃহীত

টানা বৃষ্টির মধ্যে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচের দাম প্রায় আড়াই থেকে তিন গুণ বেড়েছে। রাজধানীর বাজারে আজ বৃহস্পতিবার সকালে প্রতিকেজি কাঁচামরিচ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁওয়ের তালতলা বাজার ও কারওয়ান বাজার, হাজিক্যাম্প বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

টানা তিনদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজও সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এ কারণে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। অবশ্য কয়েকটি পণ্যের দাম কমেছেও।

বিক্রেতারা জানান, চারদিন আগেও খুচরায় সাধারণ ও ভালো মানের কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ৮০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা। সে হিসেবে খুচরায় দাম বেড়েছে প্রায় আড়াই থেকে তিন গুণ।

রাজধানীর টাউন হল কাঁচাবাজারে সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন, আজ সকালে পাইকারি বাজার থেকে ২৪০ টাকা দরে কাঁচামরিচ কিনেছিলাম। সেগুলো এখন ২৮০ টাকা দরে বিক্রি করছি।

বিমানবন্দর–সংলগ্ন হাজিক্যাম্প বাজারে গিয়ে দেখা গেছে, ২৫০ গ্রাম কাঁচামরিচের দাম হাঁকা হচ্ছে ৭০ টাকা। ক্রেতাদের এই দরেই কিনতে হচ্ছে। দর-কষাকষির সুযোগ নেই।

বিক্রেতারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন