Logo
Logo
×

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম

ছবি- সংগৃহীত

জনপ্রশাসনের দক্ষ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (৫ জুলাই) তিনি সিইও হিসেবে যোগদান করার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া।

২০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা সর্বশেষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পরিচালক ও উচ্চ পর্যায়ের পদে দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনের সূচনা হয় ২০০১ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার পদে। এরপর থেকে প্রায় দুই দশক ধরে তিনি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন