Logo
Logo
×

রাজধানী

যাত্রাবাড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম

যাত্রাবাড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনজন।

নিহত তিনজন হলেন, রাসেল, আব্দুর রহমান ও রাকিব হোসেন।

সোমবার (৫ আগস্ট) বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারী সুমনসহ কয়েকজন। এরপর ১১টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পথচারী সুমন বলেন, কাজলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন রাসেল। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।  

বেলা দেড়টার দিকে গুলিবিদ্ধ আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সামনে সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ৯টার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মোড়ের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে র‌্যাব, পুলিশ, এপিবিএনের সদস্যরা। সকাল ১০টার পর থেকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও রায়েরবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা।

বেলা একটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ যাত্রাবাড়ী থানার মোড়ে মিছিল শুরু করে। দেড়টার দিকে থানার সামনে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন