রাজধানীর ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর বিক্রয়কেন্দ্রে (শোরুম) আগুন দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর বিক্রয়কেন্দ্র বা শোরুমে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে আগুন দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল।
ইয়েলোর শোরুমটি পাঁচতলা একটি ভবনে অবস্থিত। চারতলাজুড়ে শোরুম ও ইয়েলো ক্যাফে নামের রেস্তোরাঁ রয়েছে। অপর তলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুন দেওয়ার পর তা নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার চেষ্টা করেন। তবে তারা বিক্ষোভের মুখে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার যান। সন্ধ্যায় তারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
ইয়েলো বেক্সিমকো গ্রুপের একটি ব্র্যান্ড। সচ্ছল ক্রেতাদের কাছে এটি জনপ্রিয়। ইয়েলোর মালিকানা প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকোর সহপ্রতিষ্ঠাতা সালমান এফ রহমান।
রাজধানীতে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। ধানমন্ডিতেও সংঘর্ষ হয়।