Logo
Logo
×

রাজধানী

সহপাঠী নিহত : সায়েন্স ল্যাব মোড় অবরোধ আইডিয়ালের শিক্ষার্থীদের

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:০৭ পিএম

সহপাঠী নিহত : সায়েন্স ল্যাব মোড় অবরোধ আইডিয়ালের শিক্ষার্থীদের

ছবি - সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুর ১টার পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

আজ দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে। এতে সায়েন্স ল্যাব মোড়ের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে রাত আনুমানিক ৩টায় অজ্ঞাত এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে আরশাদ মোটরসাইকেলে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করলেও পরে জামিনে বের হয়ে আসে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন