রাজধানী মিরপুর ১১-এর বেনারসি পল্লী এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করে এক বন্ধুকে হত্যা করেছেন আরেক বন্ধু। নিহতের নাম মোঃ রিফাত (২২)। রিফাতকে ছুরি দিয়ে আঘাত করেছে তারই বন্ধু আসিফ । রিফাত গত বছর জান্নাত একাডেমী থেকে এসএসসি পাস করেছে।
রোববার (২২ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১২টায় রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের বাবা শাহিন বলেছেন, গত বছর আমার ছেলে এইচএসসি পাস করেছে। রাতের দিকে তার সঙ্গে আসিফের প্রেমিকাকে নিয়ে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে আসিফ রিফাতকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।



