
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পিএম
ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাব প্রত্যাখ্যান করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৫২ পিএম

ছবি : সংগৃহীত
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
প্রিন্স ফয়সাল বলেন, গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন গাজায় খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে কোনো বাধা না থাকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সৌদি আরব এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে প্রত্যাখ্যান করেন। তারা ফিলিস্তিনি অথরিটির (পিএ) নেতৃত্বে এ অঞ্চলগুলোকে একীভূত করার আহ্বান জানান।
সম্মেলনে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে বসতি স্থাপন ও সম্প্রসারণের নীতিরও নিন্দা জানানো হয়।
সৌদি আরবের এই অবস্থান ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।