
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০২:১২ এএম
মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি : সংগৃহীত
চীনা পণ্যে চড়া শুল্ক আরোপের পর পাল্টা জবাব দিয়েছিল চীন। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দেন। এবার চীনও নতুন করে মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
শুক্রবার চীনের অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল শনিবার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এর আগে বুধবার চীন মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
যুক্তরাষ্ট্র সর্বশেষ চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে। বেইজিং জানিয়েছে, তারা আর কোনো শুল্কের জবাব দেবে না। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অস্বাভাবিক উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যনীতি এবং মৌলিক অর্থনৈতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে চীন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্কনীতির কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, চলমান শুল্কযুদ্ধের কারণে দুই দেশের মধ্যে পণ্যবাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
এখন দেখার বিষয়, চীনের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়।