
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম
শুল্ক ইস্যুতে আলোচনা শুরু করার ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শুল্ক ছাড়, কমানো বা সময় চেয়ে যারা আলোচনা চেয়েছে, সেই দেশগুলোর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র।
সোমবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টের মূল প্রতিপাদ্য ছিল চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক তুলে না নেয়, তাহলে তাদের পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের সর্বমোট শুল্ক দাঁড়াবে ১০৪ শতাংশে।
তিনি লেখেন, “গতকাল চীন যুক্তরাষ্ট্রের ওপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, যদিও আমি আগেই সতর্ক করেছিলাম যে, এমন পদক্ষেপে তাদের ওপর আরও শুল্ক বসানো হবে। চীন রেকর্ড পরিমাণ শুল্ক, অবৈধ ভর্তুকি ও দীর্ঘমেয়াদি মুদ্রা কারসাজির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে।”
ট্রাম্প আরও জানান, “চীন যদি ৮ এপ্রিল, ২০২৫ সালের মধ্যে এই বাড়তি শুল্ক প্রত্যাহার না করে, তাহলে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং চীনের সঙ্গে পূর্বনির্ধারিত সব বৈঠক বাতিল করা হবে।”
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো অন্য দেশগুলোর প্রসঙ্গে তিনি বলেন— যেসব দেশ বৈঠকের আবেদন করেছে, তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।