
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০০ এএম
-67f34df13e5a3.jpg)
ছবি- সংগ্রহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু রোববার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু জরুরি আলোচনা করবেন বলে জানা গেছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আগামী দুই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় হলো গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং সেখানে এখনো আটক থাকা ৫৯ জন জিম্মির মুক্তি। পাশাপাশি ট্রাম্পের নতুন শুল্কনীতি, যার আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। এটা নিয়েও আলোচনা করা হবে।
নেতানিয়াহু তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছার পরপরই বিমানবন্দর থেকে একটি গাড়িবহরের মাধ্যমে ব্লেয়ার হাউসে গিয়েছেন।