
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩১ এএম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশের অবস্থান ১৮২তম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টগুলোর তালিকায় শীর্ষে উঠেছে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট-এর ২০২৫ সালের ‘নোমাড পাসপোর্ট সূচক’ অনুযায়ী, ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮২তম।
সূচকে ১০৯ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে। আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা বর্তমানে ১৭৬টি দেশে ভিসা ছাড়াই কিংবা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।
বাংলাদেশের স্কোর ৩৮ এবং ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণযোগ্য দেশের সংখ্যা ৫০। তালিকায় বাংলাদেশের আগেই রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং পরেই আছে মিয়ানমার (৩৭.৫)। প্রতিবেশী ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তান ১৯৫তম (৩২ স্কোর)।
নোমাড পাসপোর্ট সূচকটি কেবল ভিসা-মুক্ত ভ্রমণ নয়, বরং পাঁচটি মূল মানদণ্ড বিশ্লেষণ করে পাসপোর্টের সামগ্রিক শক্তি নির্ধারণ করে:
ভিসা-মুক্ত ভ্রমণ– ৫০%
করব্যবস্থা– ২০%
বৈশ্বিক ভাবমূর্তি– ১০%
দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ– ১০%
ব্যক্তিগত স্বাধীনতা– ১০%
নোমাড ক্যাপিটালিস্টের গবেষণা সহযোগী জাভিয়ের কোরেয়া জানান, আয়ারল্যান্ডের আন্তর্জাতিক সুনাম, উদার নাগরিকত্ব নীতি এবং ব্যবসাবান্ধব কর কাঠামো এই অগ্রগতির মূল কারণ।
ইউরোপীয় দেশগুলো তালিকার শীর্ষ ১০-এর ৯টি স্থান দখল করেছে, যার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও মাল্টা। ইউরোপের বাইরে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড, যারা যৌথভাবে ১০ম স্থানে রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট ১৭৯টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিলেও স্কোর কমে যাওয়ায় এবার ১০ম স্থানে নেমে এসেছে, যেখানে আগের বছর তারা শীর্ষে ছিল।