
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের, বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি বেশ কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের রপ্তানি হয়, যার বড় অংশ তৈরি পোশাক। নতুন শুল্কের ফলে এ খাতের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, ভারতের পণ্যের ওপর ২৬%, পাকিস্তানের ২৯%, চীনের ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের ২০%, ভিয়েতনামের ৪৬%, জাপানের ২৪% এবং দক্ষিণ কোরিয়ার ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। মিয়ানমার, লাওস ও মাদাগাস্কারের পণ্যের ওপর সর্বোচ্চ ৪৪-৪৮% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।
ট্রাম্প তার ভাষণে দিনটিকে ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।