
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি (ফাইল ছবি)
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অসুস্থতা অনুভবের পর করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা জারদারির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মঙ্গলবার (১ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারির জ্বর ও সংক্রমণ দেখা দেওয়ায় তাকে নওয়াবশাহ থেকে করাচির হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইভাবে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরিও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জারদারির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।
এর আগেও একাধিকবার স্বাস্থ্য জটিলতায় ভুগেছেন ৬৯ বছর বয়সী জারদারি। ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় তার পা ভেঙে যায়, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে চোখের অস্ত্রোপচার করা হয় এবং ২০২২ সালে বুকের সংক্রমণের চিকিৎসা নিতে হয়।
দলীয় সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।