
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে, আরও প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত
মিয়ানমারে কয়েক দশকের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে। তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আশ্রয়, খাদ্য ও পানি তীব্র সংকটে পড়েছে। তবে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং জানিয়েছেন, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪ হাজার ৫২১ জন এবং নিখোঁজ রয়েছেন ৪৪১ জন। প্রাণহানির সংখ্যা ৩ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। শত বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, যা শত শত বছরের পুরোনো গির্জা এবং আধুনিক ভবন ধ্বংস করে দিয়েছে।
ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংককের একটি আকাশচুম্বী ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে উদ্ধার কাজের জটিলতায় জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।
জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মান্দালয় শহরের একটি প্রাক-বিদ্যালয় ধসে ৫০ শিশু এবং ২ জন শিক্ষক নিহত হয়েছে। তারা আরও জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) বলেছে, ভূমিকম্পকবলিত এলাকাগুলোতে আশ্রয়, খাদ্য, পানি এবং চিকিৎসা সহায়তার তীব্র প্রয়োজন। ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষজন এখন ভয়ে রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। এছাড়া পরাঘাতের (আফটার শক) ভয়ও তাদের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।