
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য নিশ্চিত করেছে। এ বছর সৌদি আরবের মানুষ ২৯টি রোজা রেখেছেন।
সৌদি আরবের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে সবচেয়ে বড় আয়োজনের মাধ্যমে ঈদের চাঁদ অনুসন্ধান করা হয়। সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্তের পর চাঁদের অস্ত যাওয়ার আগেই চাঁদ দেখা নিশ্চিত হয়। সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরির পূর্বানুমান সঠিক প্রমাণিত হয়েছে।
তবে সৌদির প্রতিবেশী দেশ ওমানের মুসল্লিরা ৩০ রোজা পূর্ণ করবেন এবং সেখানকার ঈদ আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র ২৯ মার্চ চাঁদ দেখা অসম্ভব বলে দাবি করলেও সেই অনুমান আংশিক ভুল প্রমাণিত হয়েছে। সৌদিতে ২৯তম দিনেই চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ উদযাপন হবে।