
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১০:৫২ এএম
মিয়ানমারে ভূমিকম্পে মসজিদ ধসে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম

ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৭ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৬.০। আজ শুক্রবার (২৮ মার্চ) আঘাত হানা এই ভূমিকম্পের ফলে দেশটির বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যাঞ্চলের বাগোর তুয়াঙ্গো শহরে একটি মসজিদ ধসে অন্তত তিন মুসল্লি নিহত হয়েছেন। দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পের সময় তারা নামাজ পড়ছিলেন। মসজিদটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারান।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও এই ভূমিকম্পের প্রবল প্রভাব অনুভূত হয়েছে। নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভবনে ৫০ জন কাজ করছিলেন, যার মধ্যে ৭ জন উদ্ধার হয়েছে এবং ৪৩ জন এখনও আটকে আছেন। তাদের উদ্ধারে বড় ধরনের অভিযান চলছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। রাজধানী নেপিদোতে রাস্তাঘাট ভেঙে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো খসে পড়েছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
ভূমিকম্পের ভয়াবহতায় দুই দেশেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মিয়ানমার ও থাইল্যান্ডে জনজীবনে এর প্রভাব খুবই গুরুতর।