
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম
মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প: ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম

ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। পরে সেখানে আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৪।
এই ভূমিকম্পের আঘাত শুধু মিয়ানমারেই নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের এলাকায়ও অনুভূত হয়েছে। এই প্রভাবশালী ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জান্তা সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। এলাকা রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। জানা গেছে, নেপিডোতে ভূমিকম্পের প্রভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পের কারণে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাংককের উত্তরে ধসে পড়েছে একটি ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবন। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাই সরকার।
ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে চীন ও থাইল্যান্ড থেকেও কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যাংককের বিভিন্ন ভবন থেকে মানুষজন নিরাপত্তার জন্য রাস্তায় বের হয়ে আসছে। অনেক ভবনের জানালা ভেঙে পড়ার পাশাপাশি ছাদের সুইমিং পুল থেকেও পানি নিচে ছিটকে পড়তে দেখা গেছে।
উল্লেখ্য, এই ভয়াবহ ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মিয়ানমার ও থাইল্যান্ডের জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।