
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৬:১৬ পিএম
বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি জবাব এড়িয়ে গেল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:২৪ এএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) এক প্রশ্নকারী বাংলাদেশে চরমপন্থি হামলার আশঙ্কা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে সরাসরি কোনও জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
ওই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান ইসলামপন্থি চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে? পাশাপাশি, ড. মুহাম্মদ ইউনূস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে— এই প্রশ্নও তুলেছেন তিনি।
প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, আমরা অন্যান্য দেশগুলোকে বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে কী আশা করি, সেটাই গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমাদের প্রেসিডেন্ট বিষয়গুলো গুরুত্ব সহকারে নেন। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশসহ প্রতিটি দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিকদের অধিকার সম্পর্কে ন্যায়সঙ্গত অবস্থান নেবে।
তবে বাংলাদেশে সম্ভাব্য চরমপন্থি হামলা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মার্কিন মুখপাত্র।