
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম

ফাইল ছবি
ভারত আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে। দেশটির রাজস্ব বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে গত পাঁচ মাস ধরে বিভিন্ন রপ্তানি বিধিনিষেধ আরোপের পর এই সিদ্ধান্ত নিলো। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, যা এখন প্রত্যাহার করা হচ্ছে।
ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য পেঁয়াজের ক্রয়ক্ষমতা বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, দেশটিতে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, উচ্চ উৎপাদনের ফলে আগামী মাসগুলোতে বাজারে পেঁয়াজের দাম আরও কমতে পারে।
রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও চলতি অর্থবছরের ১৮ মার্চ পর্যন্ত ভারত থেকে মোট ১.১৭ মিলিয়ন টন পেঁয়াজ রপ্তানি হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে মাসিক রপ্তানির পরিমাণ বেড়ে ১.৮৫ লাখ টনে পৌঁছেছে।
২০২৪ সালের রবি মৌসুমে ভারতে পেঁয়াজের উৎপাদন ২২.৭ মিলিয়ন টন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। রবি মৌসুমের পেঁয়াজ দেশের মোট উৎপাদনের ৭০-৭৫ শতাংশ জোগান দেয় এবং এটি বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে, ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩ মে পর্যন্ত ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। তবে এখন এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে বিশেষ করে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।