
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
শেখ হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটিকে জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জনঅসন্তোষ তৈরি হওয়ার বিষয়টি ভারত আগে থেকেই জানত, তবে তৎকালীন পরিস্থিতিতে তাদের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব ছিল না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে, শুধু ভারত নয়, আরও কয়েকটি আন্তর্জাতিক পক্ষ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে অবগত ছিল। জাতিসংঘও আগেই সতর্ক করেছিল যে, বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ভূমিকা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে।
এদিকে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও, দিল্লি কর্তৃক তাকে আশ্রয় দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও, আসন্ন বিমসটেক সম্মেলনে মোদী-ইউনূস বৈঠক নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন। আসন্ন সফরে ঢাকা-চট্টগ্রাম ও চীনা শহরগুলোর মধ্যে বিমান চলাচল সংক্রান্ত চুক্তিসহ বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এস. জয়শঙ্কর চীনকে ভারতের ‘প্রতিদ্বন্দ্বী, তবে প্রতিপক্ষ নয়’ বলে মন্তব্য করেছেন।