
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম
ইসরায়েলে রকেট হামলার পর লেবাননে ভয়াবহ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। এর জবাবে ইসরায়েল গত চার মাসের মধ্যে দক্ষিণ লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। তবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে এক শিশুসহ অন্তত দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া তিনটি রকেট তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলা-পাল্টা হামলার এই ঘটনা এমন সময় ঘটল, যখন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ‘‘তিনটি রকেট লঞ্চার’’ নিষ্ক্রিয় করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শনিবারের হামলা-পাল্টা হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে লেবানন ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
সূত্র: বিবিসি।