
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম
অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে ভয়াবহ ছিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

ছবি : সংগৃহীত
২০২৪ সাল অভিবাসনপ্রত্যাশীদের জন্য ভয়াবহ ছিল। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে স্বপ্নের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিপদসঙ্কুল পথ বেছে নেওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে পথেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮ হাজার ৯৩৮ জন । এর আগে কখনও কোনো এক বছরে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেনি।
সংস্থাটি আরও জানায়, ভূমধ্যসাগরসহ বিভিন্ন বিপজ্জনক রুটে মৃত্যুর হার ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর অন্যতম কারণ ছিল সহিংসতা—যেখানে অন্তত ১০ শতাংশ মানুষ গুলি, ছুরিকাঘাত বা প্রহারের শিকার হয়ে নিহত হয়েছেন।
আইওএমের তথ্যানুযায়ী, ইরান, মিয়ানমার, বাংলাদেশ ও মেক্সিকোতে এসব সহিংসতার কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। তবে এসব হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।
আইওএমের মহাপরিচালক উগোশি ড্যানিয়েলস বলেছেন, ক্রমবর্ধমান অভিবাসনজনিত মৃত্যুর বিষয়টি বৈশ্বিক সংকটের ইঙ্গিত দিচ্ছে এবং এর সমাধানে আন্তর্জাতিকভাবে সমন্বিত নীতি গ্রহণ করা জরুরি।
সূত্র : রয়টার্স