
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:২০ পিএম

ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকার-অর্থায়িত মিডিয়া সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) ও এর অধীনস্থ দুটি সংবাদমাধ্যমের তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১৩০০-র বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে।
ভিওএ-এর পরিচালক মাইকেল আব্রামোভিৎজ জানিয়েছেন, প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে। তিনি বলেন, "৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা নীরব হয়ে গেল। এটি বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"
ভিওএ-এর মূল সংস্থা ইউএসএজিএম পাশাপাশি রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করেছে। এই দুটি সংবাদমাধ্যম রাশিয়া, ইউক্রেন, চীন ও উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকা দেশগুলোর জন্য নির্ভরযোগ্য সংবাদ উৎস হিসেবে কাজ করত।
ভিওএ-এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো জানিয়েছেন, তাকে সব সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে লকড আউট করা হয়েছে। তিনি বলেন, "আমি শুধু সত্য প্রচার করতে চেয়েছি, যেই সরকারের খবরই কভার করি না কেন। যদি এটা কারও জন্য হুমকি হয়, তাই হোক।"
এদিকে ট্রাম্প সমর্থক ও ভিওএ-র পরিচালক হিসেবে মনোনীত কারি লেক বলেছেন, ইউএসএজিএম "জনগণের করের টাকার জন্য একটি বিশাল বোঝা" এবং এটি "আর টিকিয়ে রাখা সম্ভব নয়"। তিনি সংস্থাটিকে আইনের সর্বনিম্ন সীমায় নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, রাশিয়া সরকার এটিকে "অপাঙ্ক্ষিত সংগঠন" ঘোষণা করেছে এবং রাশিয়া কিংবা রাশিয়া-অধিকৃত ইউক্রেনে এর কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, "বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত, রেডিও ফ্রি ইউরোপ ও ভয়েস অব আমেরিকা নিপীড়িত জনগণের জন্য মুক্ত তথ্যের কয়েকটি অবশিষ্ট উৎসের মধ্যে একটি।"
শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম সহ ছয়টি ফেডারেল সংস্থাকে আইনি বাধ্যবাধকতার সর্বনিম্ন সীমায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন, যার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।