
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম
মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম

ছবি : সংগৃহীত
কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ৩০ মার্চ। তবে চাঁদটি আকাশে মাত্র ৮ মিনিট থাকবে, যা সৌদি আরব ও কুয়েতে চাঁদ দেখা কঠিন করে তুলবে।
জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশের মাধ্যমে এই তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, ২৯ মার্চ, শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশ, যেখানে চাঁদ সূর্যোদয়ের আগেই অস্ত যাবে, সেখানে ওইদিন ঈদ উদযাপিত হবে না।
কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্র আরও জানিয়েছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদ ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী রমজান শেষে ঈদ শুরু হবে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল যে, ৩০ মার্চ ঈদের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। যদি তা সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।
বাংলাদেশের ঈদ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর উদযাপিত হয়, তাই যদি ৩১ মার্চ মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে ১ এপ্রিল ঈদ পালিত হবে।