Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ে হতাশ ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ে হতাশ ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দারা

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নিজের একতলা বাড়ির সামনে গর্বের সঙ্গে লাল-নীল প্রচারণার পতাকা উড়িয়েছিলেন জেনিফার পিগট। সম্প্রতি সরকারি চাকরি হারানোর পর ট্রাম্পের প্রতি তার সমর্থন একেবারে শেষ হয়ে গেছে।

পিগট ওয়েস্ট ভার্জিনিয়ার পার্কার্সবার্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যুরো অব ফিসকাল সার্ভিস (বিএফএস) থেকে ছাঁটাই হওয়া ১২৫ জনের মধ্যে একজন। ফেব্রুয়ারিতে এই গণছাঁটাইয়ের ফলে ট্রাম্পকে বিপুল সমর্থন দেওয়া এই শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৪৭ বছর বয়সী পিগট এর আগে তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি কখনো ভাবতেই পারিনি যে এই প্রশাসন আমাদের জীবনকে এতটা ধ্বংস করে দেবে।’ 

পাঁচ বছর ধরে বিএফএস-এ কাজ করা পিগট সম্প্রতি পদোন্নতি পেয়েছিলেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। প্রশাসন নতুন নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্তদের ছাঁটাই করা শুরু করলে তিনি চাকরি হারান।

ইলন মাস্কের নেতৃত্বে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি চাকরির কাটছাঁট করছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই ছাঁটাই সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে করা হচ্ছে।

পার্কার্সবার্গের বাসিন্দারা বলছেন, তারা সরকারি ব্যয় কমানোর নীতিকে সমর্থন করলেও, বিএফএস-এর মতো প্রতিষ্ঠানের কর্মীদের ছাঁটাই করা সঠিক সিদ্ধান্ত নয়।  

রাজ্যের আইনপ্রণেতা স্কট হেকার্ট বলেন, আমাদের কমিউনিটি ইতোমধ্যেই নানা সমস্যায় জর্জরিত, এই ছাঁটাই আমাদের আরও বিপদে ফেলবে।

এই গণছাঁটাই পার্কার্সবার্গের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো উদ্বিগ্ন যে, সরকারি চাকরিজীবীরা চাকরি হারানোয় শহরের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে।

বিএফএস কর্মীদের মধ্যে অনেক প্রবীণ ও সাবেক সেনাসদস্য ছিলেন, যারা এখন চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। ছাঁটাই হওয়া সাবেক সেনাসদস্য চন্সি জেমস বলেন, ওরা এখানে এসে নির্বিচারে চাকরি কেটে দিচ্ছে, কোনো যাচাই-বাছাই ছাড়াই। আমি কখনো ভাবিনি যে ট্রাম্প আমাদের সঙ্গে এমনটা করবেন।

পার্কার্সবার্গ এখন আরও ছাঁটাইয়ের শঙ্কায় রয়েছে, কারণ ১৩ মার্চের মধ্যে সব সরকারি সংস্থাকে স্থায়ী কর্মী কমানোর পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। এতে বিএফএস থেকে আরও শত শত কর্মী ছাঁটাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সমর্থন হারানোর পরও ট্রাম্পের জনপ্রিয়তা এখনও স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ফেব্রুয়ারিতে সরকারি কর্মীদের ছাঁটাই শুরুর পরও তার অনুমোদনের হার ৪৪ শতাংশ রয়েছে।

তবে চাকরি হারানো পার্কার্সবার্গের অনেক বাসিন্দার জন্য বাস্তবতা এখন কঠিন হয়ে উঠেছে। পিগট বলেন, তার পরিবার এখন বাড়ি বিক্রির কথা ভাবছে। তিনি আরও বলেন, যদি আমি আগে জানতাম যে ট্রাম্প এমনটা করবেন, তাহলে কখনোই তাকে ভোট দিতাম না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন