
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম
যুক্তরাজ্যে সফরে এস জয়শঙ্কর, বৈঠকে বাংলাদেশ ও বৈশ্বিক ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:০২ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি যুক্তরাজ্যে সরকারি সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন, বাংলাদেশ, পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি, পশ্চিম এশিয়া ও কমনওয়েলথ নিয়ে মতবিনিময় করেছেন। তবে বাংলাদেশ প্রসঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে জয়শঙ্কর বিস্তারিত কিছু জানাননি।
এস জয়শঙ্কর এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেন, আমরা ইউক্রেন, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে।
এদিকে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বাংলাদেশে দুর্নীতিবিরোধী তদন্ত চলছে।
এই তদন্তের অংশ হিসেবে ব্রিটিশ লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
এছাড়া, লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার গ্রহণ ও বাংলাদেশি এক সাবেক এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের টিকিট নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কনজারভেটিভ পার্টি তাকে বরখাস্তের দাবিও তুলেছে।