
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সঙ্গে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্স পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২ দুর্ঘটনার শিকার হয়েছে। কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটি রিগান এয়ারপোর্টে নামার সময় ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত বিমানে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি কর্মীরা কাজ করছে এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডিসি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে পোটোম্যাক নদীর ওপরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে একাধিক কল পেয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।