Logo
Logo
×

আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই ইসরায়েলের রকেট হামলা হামাসে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

নতুন বছরের শুরুতেই ইসরায়েলের রকেট হামলা হামাসে

ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার (১ জানুয়ারি) হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

মধ্যরাতের পরপরই ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালায় হামাস। নতুন বছরের শুরুতেই ইসরায়েল অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনের অবৈধ ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। ওই অঞ্চলে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি সেনারা গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ঠিক এক বছর আগে আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা মধ্য ইসরায়েল অধিকৃত এলাকা এবং শহরের বসতিগুলোতে রকেট হামলা করেছিল। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় নারী ও শিশুসহ ৪৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক চাপা পড়ে আছেন। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন