ছবি: সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক খাতে বাজেট তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে ইরানের তিনটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
সাম্প্রতিক এ হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইরান সরকার তার সামরিক বাজেট তিনগুণ করার প্রস্তাব দিয়েছে।
দেশটির রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সরকারের এই পদক্ষেপের রূপরেখা তুলে ধরেছেন। এ বিষয়ের উল্লেখ করে তিনি জানিয়েছেন, দেশের সামরিক বাজেট ২০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে।
সূত্র : আলজাজিরা