
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৪১ এএম
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, যদিও চিকিৎসকদের মতে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার কথা ছিল এবং স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভারের কেপিজে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় তামিমকে। রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। হুইলচেয়ারে বসা অবস্থায় তাকে প্রথমবার জনসম্মুখে দেখা যায়। এর আগে বিকেলে তাকে দেখতে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান, যিনি তামিমের পরিস্থিতি স্থিতিশীল বলে নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানান, তামিম এখন স্বাভাবিকভাবে কথা বলতে ও খাবার গ্রহণ করতে পারছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে আগামী ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা তিন মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পরীক্ষার ভিত্তিতে।
তামিমের দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছে তার পরিবার। বাংলাদেশ ক্রিকেটের এই সফল ওপেনারের ফিরে আসার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা আশায় বুক বাঁধছে।