
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:২৪ পিএম
শঙ্কা কাটিয়ে সুস্থ তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম

তামিম ইকবাল
অবশেষে স্বস্তির খবর এলো ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে। সোমবার (২৪ মার্চ) হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে দিনশেষে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন তিনি।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শঙ্কামুক্ত তামিম যে কোনো সময় হাসপাতাল ছাড়তে পারেন।
সাভারের কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন। তবে কখন হাসপাতাল ছাড়বেন, তা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে আপাতত মাঠে ফেরার সম্ভাবনা নেই তামিমের। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন মাস তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তার হার্টের অবস্থা আরও উন্নতি করছে কিনা, তা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
এদিকে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তামিমের কিছু পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে।