
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
তামিমের হার্টে রিং পরানো হয়েছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে সিসিইউতে রয়েছেন। বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হলে তার হার্টে রিং পরানো হয়েছে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম জানিয়েছেন, খেলার সময় হঠাৎ তামিমের বুকে ব্যথা ওঠে, যার ফলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ‘প্রথমে মাঠে খেলার সময় ব্যথা শুরু হয়। এরপর হাসপাতালে পাঠানোর সময় হেলিকপ্টারে তোলার মুহূর্তে আবার ব্যথা অনুভব করেন তিনি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। টসেও অংশ নেন তিনি। কিন্তু খেলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর বিসিবির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে। বোর্ড কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।