অ্যাটলেটিকোর কাছে বার্সার ২-১ গোলের হার
টানটান উত্তেজনায় ভরা এক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। এই নাটকীয় জয় দিয়েই দিয়েগো সিমিওনের দল লা লিগার শীর্ষস্থান দখল করেছে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিক বার্সেলোনার আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০তম মিনিটে পেদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় কাতালানরা।
তবে বিরতির আগে একটিও শট নিতে না পারা অ্যাথলেটিকো মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের নেওয়া শটে সমতা ফেরে।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে সেই নাটকীয় মুহূর্ত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বদলি খেলোয়াড় সরলথ মোলিনার পাস থেকে বল পেয়ে জালে পাঠান। বার্সার সমর্থকদের স্তব্ধ করে ১৮ বছর পর তাদের মাঠেই জয় উদযাপন করে সিমিওনের দল।