Logo
Logo
×

খেলা

বিপিএলের নিলাম ও আসর শুরুর সময় জানাল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

বিপিএলের নিলাম ও আসর শুরুর সময় জানাল বিসিবি

বিপিএলের নিলাম ও আসর শুরুর সময় জানাল বিসিবি

চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টসহ বেশকিছু ইস্যুতে সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় বিপিএলের প্লেয়ার ড্রাফট ও আসর শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছায় পরিচালকরা। এরপর সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট মিরপুরে বিসিবি বস বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল তিনটা পরিবর্তন হয়েছে। নিয়ম-কানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’

এদিকে টাইগারদের আন্তর্জাতিক কিংবা বিপিএলের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ নতুন কিছুই না। যে কারণে বিষয়টিকে পুরোপুরি অনলাইনভিত্তিক করতে চায় বিসিবি।

এ নিয়ে ফারুক বলেন, ‘পেপার টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে রাজস্ব আদায়ের বড় উৎস এটি। সেজন্য আমরা এটি (টিকিট বিক্রি) ডিজিটালাইজড করব, ৭০-৮০ শতাংশ যেটি উপযুক্ত মনে হয়।’

অন্যদিকে দেশের রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্রিকেটে চরম অস্থিরতা চলছে। বিপিএল নিয়েও অনিশ্চয়তা ছিল। আয়ের ভাগ না দিলে বিপিএলে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। এবার সরকার পতনের পর চলতি বিপিএলে থাকছেনই না রেকর্ড চ্যাম্পিয়নরা। বিসিবি বসও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুকের ভাষ্য, আগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। কয়েক আসর আগে খেলা রাজশাহী অবশ্য ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিল… এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন