
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ছাত্র প্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম

ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিন ছাত্রপ্রতিনিধি যোগ দেওয়ার পর থেকে রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততা স্পষ্ট হয়ে উঠেছে। তবে পুরনো রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের আগে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে দলটির দায়িত্ব নেন। বর্তমানে সরকারে দুই ছাত্রপ্রতিনিধি রয়েছেন। এ অবস্থায় ছাত্রদের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, এমনটাই আশা করি। কিন্তু বিভিন্ন কোয়ার্টারে প্রশ্ন উঠেছে। সরকারকে এ বিষয়ে নিবিড় দৃষ্টি দিতে হবে।"
বিএনপির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "প্রধান উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সময় দিতে চান, এমন প্রশ্ন উঠছে। জনগণের পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন উঠেছে। তা না হলে রোডম্যাপ দিতে বিলম্ব হচ্ছে কেন?"
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, "প্রধান উপদেষ্টা ছাত্রদের পক্ষ নিলে রাজনৈতিক শক্তি এটাকে ভিন্নভাবে দেখবে। ছাত্রদের উচিত নিজেদের থেকে সরে যাওয়া।"
রাজনৈতিক নেতারা মনে করেন, সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য ছাত্র প্রতিনিধিদের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয় থেকে অপসারণ করা উচিত। অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে সত্যিকার অর্থে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে হবে।