
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম
জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, কখনো বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে, কখনো মার্চে, আবার কখনো জুনে—এই অনিশ্চয়তা দূর করে জাতিকে একটি নির্দিষ্ট তারিখ জানানো উচিত।
শুক্রবার (২৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের ঈদ উপহার দিতে এ আয়োজন করা হয়।
রিজভী বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না করায় শেখ হাসিনার সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। আন্দোলনকারী দলগুলো নির্দিষ্ট নির্বাচনী সময় ঘোষণার দাবি জানালেও সরকার বারবার সময় পরিবর্তন করছে, যা দোদুল্যমান অবস্থার সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়া সরকারের ব্যর্থতার পরিচায়ক। একই সঙ্গে তিনি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেন ন্যায়বিচারের মাধ্যমেই স্বীকৃতি পেয়েছেন এবং আদালতের রায়ই তার জনপ্রিয়তার প্রমাণ।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত রিকশাশ্রমিকদের প্রসঙ্গে রিজভী বলেন, তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হতে দেওয়া যায় না। রাষ্ট্রকেই তাদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদার দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক ও মাহবুবুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।