
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৬:২৩ এএম
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দিনক্ষণ নির্ধারণ হয়নি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।
শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ফখরুল বলেন, যখন উপযুক্ত সময় আসবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা, এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের চেষ্টা যেন সরকারের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত না হয়।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, এই ঐক্যকে অক্ষুণ্ন রেখে দেশের উন্নতি সাধন করা অপরিহার্য। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণঐক্যকে ভাঙা কিংবা ফাটল ধরানো যাবে না।
সংস্কারের প্রসঙ্গে, ফখরুল বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবই মূল ভিত্তি তৈরি করেছে, যা গণঅভ্যুত্থানের অনেক আগে ২০২৩ সালের ১৩ জুলাই প্রণীত হয়েছিল। নির্বাচিত সংসদেই সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানিয়েছিলেন যে, তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো বিচারিক মামলা নেই এবং তিনি দেশে ফিরে রাজনীতি করতে পারেন।