
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৩:১০ এএম
জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলা নেই: রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কোনো আপত্তি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসবে, তারা যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচারের মতো কাজ না করে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার থাকবে। তবে তিনি প্রশ্ন তোলেন, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না।
তিনি আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।