
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৫:৪০ এএম
ওয়ার্ড প্রশাসক নিয়োগ জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সম্প্রতি কিছু সূত্রে শোনা যাচ্ছে যে সিটি করপোরেশনগুলোতে ওয়ার্ড প্রশাসক নিয়োগ করা হবে। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য জাতীয় নির্বাচন পেছানো এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, এসব কার্যক্রমে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং জনগণকে এসব ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন, কেউ ভুলবশতও এই প্রক্রিয়ার সাথে যুক্ত না হোক।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, বাংলাদেশে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটাধিকার নিশ্চিত করা। তিনি বলেন, ওয়ার্ড প্রশাসক নিয়োগের পরিকল্পনা দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে আবারও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিরোধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহায়তা করেছে। তিনি ৫ আগস্টের পর সরকার প্রধানের পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, সেই সময় পুলিশের অভাব ছিল, এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি দাবি করেন, বিএনপির সদস্যরা নগরবাসীর পাশে থেকে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। এই কাজ তারা নতুন করে প্রমাণ করতে চান না, তবে যদি জনগণের অধিকারের জন্য আবারও রাজপথে নামতে হয়, ভোটের অধিকার আদায় করতে হয়, তারা প্রস্তুত আছেন।
এই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরী সভাপতিত্ব করেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, শ্রমিক দলের ঢাকা মহানগর আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।