
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০২:২৮ এএম
ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা দমনে ব্যর্থ হয়, তাহলে ফ্যাসিবাদীরা আবারও গণতন্ত্র হরণের সুযোগ পাবে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ইমেজ সংকটে পড়তে পারে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, চরমপন্থী ও ধর্মীয় উগ্রবাদীদের প্রতিহত করাই নতুন রাজনৈতিক কাঠামোর অন্যতম অঙ্গীকার। পাশাপাশি গণহত্যার বিচার নিশ্চিত করাও অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ফলেই অতীতে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, সরকারের কয়েকজন উপদেষ্টা ও কিছু রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দেন, যদি জনগণের আকাঙ্খাকে উপেক্ষা করে গৌণ স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে এতে ভুল বার্তা যেতে পারে।