
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১১:৪১ এএম
ক্ষমতায় এলে অন্যায়-নিপীড়নের সুবিচার করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম-খুনসহ সব ধরনের অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, যদি শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভবিষ্যতে আবারও একই ধরনের অপরাধ করার সুযোগ সৃষ্টি হবে।
রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনের গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, আগামীতে যে সরকারই গঠিত হোক না কেন, যারা দেশের গণতান্ত্রিক অধিকারের জন্য নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি সুবিচার নিশ্চিত করতেই হবে। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, দেশের ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।