বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম
ফাইল ছবি
আরো পড়ুন
প্রায় দুই সপ্তাহ পর আগামী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রেলভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
তিনি জানান, কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের রুটে কিছু লোকাল, মেইল ও কমিউটার ট্রেন পরিচালনা করা হবে।
তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হলে গত ১৮ জুলাই বিকেল থেকে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে।