
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম

ফাইল ছবি
ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে এই কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, দ্রুত সরবরাহ পুনরায় শুরু না হলে রোববার (১৩ এপ্রিল) থেকে দেশে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রথম ইউনিট এবং শুক্রবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে প্রতিদিন এই কেন্দ্র থেকে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হতো। প্রথম ইউনিট বন্ধ হওয়ার পরও প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছিল, তবে এখন সেটিও বন্ধ।
পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, আদানি গ্রুপ ত্রুটি মেরামতের চেষ্টা চালাচ্ছে এবং আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। এদিকে ঘাটতি সামাল দিতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পেট্রোবাংলার কাছে অতিরিক্ত গ্যাস সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে। তবে বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকারকে এখন চাপে পড়তে হচ্ছে—যা জনদুর্ভোগ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাই