Logo
Logo
×

জাতীয়

মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ : যুগেরচিন্তা২৪

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যে আমদানি বাড়াতে সক্রিয়ভাবে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা দেবে—এমন আশ্বাসই চিঠিতে তুলে ধরা হয়েছে।

এর আগে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণার প্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। একটি চিঠি পাঠানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এবং অপরটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বরাবর।

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, চিঠিতে ব্যবহৃত ভাষা, কাঠামো ও কৌশল নির্ধারণে উপদেষ্টা, বিশেষ প্রতিনিধি, রাষ্ট্রদূত, সচিব ও ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যাপক আলোচনা হয়। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চিঠিটি হবে সম্পূর্ণ বিজনেসবান্ধব।

তিনি বলেন, বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় আরও প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে, এবং একটি উইন-উইন পরিস্থিতি তৈরি হয়—এই দৃষ্টিকোণ থেকেই চিঠিটি তৈরি হয়েছে।

এর আগে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠক, যেখানে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও অর্থনীতিবিদরা অংশ নেন। শুল্কবিষয়ক সংকটের দ্রুত সমাধানে পদক্ষেপ নিতে সেখান থেকেই সিদ্ধান্ত আসে ট্রাম্পকে সরাসরি চিঠি পাঠানোর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন