
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
ব্যাংককে বিমসটেক ফোরামে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে বৃহস্পতিবার (৩ এপ্রিল) মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি। বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে।
তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন এবং তাদেরকে 'তিন-শূন্য ব্যক্তি' হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এই তিন শূন্য হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ।
অধ্যাপক ইউনূস বলেন, পুরোনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণের মাধ্যমে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি নতুন সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকক পৌঁছান অধ্যাপক ইউনূস।