Logo
Logo
×

জাতীয়

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পিএম

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠক

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি উভয়েই থাইল্যান্ডে যাচ্ছেন। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বৈঠকের ইচ্ছার কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, যার ইতিবাচক প্রতিউত্তর বুধবার (২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ঢাকার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই শীর্ষ নেতা বৈঠকে বসবেন। তবে বৈঠকের ফরমেট বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার প্রায় আট মাস পার করলেও দুই দেশের সম্পর্কে টানাপড়েন পুরোপুরি কাটেনি। তবে ড. ইউনূসের সরকার ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং সম্পর্কের স্থবিরতা কাটাতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

সাবেক এক রাষ্ট্রদূত মনে করেন, ইউনূস-মোদি বৈঠক হলে দুই দেশের সম্পর্কের টানাপড়েন অনেকটাই কমে আসবে। দুই দেশের স্বার্থ বিবেচনায় এই বৈঠক উভয়ের জন্যই কল্যাণকর হবে। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনও এই বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন