
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের জন্য শিডিউল চাওয়া হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন।
সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এ সম্মেলন থেকেই বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।